কেমন বইমেলা চাই >> প্রশান্ত মৃধা
ভিডিও সিরিজ >> বইমেলা নিয়ে এই সিরিজটি নির্মাণ করা হয়েছে। করোনার কারণে যখন একুশের বইমেলা স্থগিত হয়ে যায়, তখন তীরন্দাজের পক্ষ থেকে বেশ কয়েকজন লেখক-প্রকাশককে তাঁদের মতামত জানানোর জন্যে অনুরোধ করা হয়েছিল। আমাদের প্রশ্ন ছিল, উদ্ভুত পরিস্থিতিতে কখন কীরকম বইমেলা হতে পারে আর কীধরনের বইমেলা চান তারা।
আজ আমাদের সেই প্রশ্নের উত্তরে শুনুন কথাসাহিত্যিক প্রশান্ত মৃধার কথা। এই ভিডিও সিরিজটি প্রযোজনা আর ধারা করেছেন ইশিতা ইশি। নিচের লিংকে ক্লিক করে দেখুন ভিডিওটি।